দেশ ব্রেকিং নিউজ

পতঞ্জলির ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন: সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব

পতঞ্জলির ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের মামলায় শেষমেশ সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব। মঙ্গলবার রামদেব এবং সহযোগী বালকৃষ্ণকে চরম ভর্ৎসনা করে বিচারপতিরা বলেন, ‘সহ্যের সীমা অতিক্রম করেছেন আপনারা। গোটা দেশের কাছে ক্ষমা চান।’ এদিন ক্ষমা চাইলেও সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার শিকার হলেন যোগগুরু রামদেব।

কিছুদিন আগেই পতঞ্জলি আয়ুর্বেদ এবং তার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে চরম ভর্ৎসনা করে আদালত।এর আগে সর্বোচ্চ আদালত এই সংস্থাকে আদালত অবমাননার অভিযোগে জবাব দিতে বলেছিল। কিন্তু, পতঞ্জলির তরফে কেন সাড়া দেওয়া হয়নি, এই প্রশ্ন তুলে এদিন আদালত বলেছিল, যত শীঘ্র সম্ভব রামদেবকে হাজিরার নির্দেশ দিতে হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে এর আগেও একাধিকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিল পতঞ্জলি।