নাগপুরে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। ভারতীয় স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন অজি ব্যাটসম্যানরা।
তৃতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। হাতে তিন উইকেট ও ১৪৪ রানে এগিয়ে থেকে ভারতের হয়ে পিচে নামেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। শুরুতে জাদেজাকে ফিরিয়ে ভারতীয় শিবিরকে প্রথম ধাক্কাটি দেন এই সিরিজে অভিষেক হওয়া তরুণ অজি স্পিনার টড মর্ফি। ৭০ রানে টড মার্ফির বলে বোল্ড হন জাদেজা। কিন্তু সেই ধাক্কা সামলে নেয় ভারত। অক্ষরের সঙ্গে ৫২ রানের জুটি বাঁধেন শামি। ভারতকে চাপে ফেলা মার্ফির এক ওভারে দুটি ছক্কা মারেন শামি। ৪৭ বলে ৩৭ রান নিয়ে মার্ফির বলে আউট হন শামি। ৮৪ রানে অক্ষরকে ফেরান প্যাট কামিন্স। অক্ষর আউট হতেই ৪০০ রানে শেষ হয় ভারতের ইনিংস।
২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু স্পিন বোলিংয়ের দাপটে খড়কুটোর মত উড়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। মাত্র ৩২.৩ ওভারে ৯১ রানে শেষ হয়ে যায় স্মিথদের ইনিংস। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। ৫১ বলে ২৫ রান করে নট আউট থাকেন তিনি। এদিন ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং করলেন রবিচন্দ্র অশ্বিন। ৩৭ রানের বিনিময়ে নিলেন ৫ টি মূল্যবান উইকেট। এছাড়াও দুটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামান রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি।
অস্ট্রেলিয়াকে হারিয়ে এই জয়ের সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত।