দেশ ব্রেকিং নিউজ

ভারত এবার করোনা সভায় শ্রেষ্ঠ

দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড গড়ল ভারত। গত পাঁচদিন ধরে ভারতে যে পরিমাণে নতুন সংক্রমণ ধরা পড়েছে তা বিশ্বে সর্বোচ্চ। গত দু’দিন ৮৩ হাজার পেরনোর পর শনিবার তা পৌঁছেছে ৮৬ হাজারে। ফলে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৪০ লক্ষ। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯।
এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন। গত ৩ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৩ হাজার ৮৮৩ জন। ভারত যেমন দৈনিক সংক্রমণে নিজের পুরনো পরিসংখ্যানকে টপকে গিয়েছে, তেমনই বিশ্ব রেকর্ডও গড়েছে। ফলে এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা বলতে পারেনি স্বাস্থ্যমন্ত্রক।
জানা গিয়েছে, আমেরিকা এবং ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৮৫৯ ও ৫০ হাজার ১৬৩ জন। গত ২০ দিন ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬২ লক্ষ ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪০ লক্ষ ৯১ হাজার। আর শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯।
গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে কোভিডে। যার ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯ হাজার ৫৬১। আনলক পর্বে দেশে লকডাউনের কড়াকড়ি নেই। খুব শীঘ্রই চালু হচ্ছে মেট্রো। মুক্তমঞ্চ, পাবও যাচ্ছে খুলে। তার মধ্যেই দৈনিক সংক্রমণের লাফিয়ে বৃদ্ধি উদ্বেগ তৈরি করছে।