The Imran Khan government has started a strong plan to remove the names of militants from the country in the wake of Corona. Indian intelligence had earlier provided more information about this. This time it was caught in one of the Imran government's accountability to the United Nations.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জামিনে মুক্তি ইমরানের

এবার আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়ে লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন ইমরান খান।পাকিস্থানের সর্বত্র ছিল বিদ্রোহের সুর। আগুন, হতাহত,মিলিটারি – সব নিয়ে পাকিস্থানের অবস্থা ছিল ভয়াবহ।

শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) থেকে জামিন পাওয়ার পর তাকে ফের গ্রেফতার করা হতে পারে আশঙ্কায় প্রায় ১১ ঘণ্টা আদালতের ভেতরেই অবস্থান করেন তিনি, এমনটাই খবর। পরে গভীর রাতে সারা দিন ধরে অপেক্ষমাণ উদ্বেলিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা না দিয়েই তিনি লাহোরের পথে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেন। সমর্থকদের মধ্যে নেমে আসে উল্লাস।

ইমরানকে ফের গ্রেফতার করা হলে দলীয় কর্মীদের সম্ভাব্য প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে পিটিআই কর্মীরা সারাদিন ধরে রাস্তায় অবস্থান নিয়ে ছিলেন।

লাহোরে যাওয়ার পথে ইমরান জানান, লাহোরের উদ্দেশ্যে তার ইসলামাবাদ ছাড়ার পদক্ষেপে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক বাধা দেওয়ার ব্যাপক চেষ্টা চালান। বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক দাবি করে তিনি ইমরানকে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখেন। আইএইচসির পৃথক বেঞ্চ পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে তাকে বড় ধরনের স্বস্তি দিয়েছে। পাশাপাশি তোষাখানা মামলার বিচার জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্থগিত করেছে। ইমরান তাঁর সমর্থকদের ও দেশবাসীকে বলেন,বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার জন্য।