দ্রুতবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। যার জেরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। ওপার বাংলা তথা বাংলাদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তাছাড়াও ওই দেশের পাঁচটি অঞ্চলে ভূমিধসের সম্ভবনাও রয়েছে।
শনিবার সকাল ১০টা নাগাদ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দফতর। সেই সতর্ক বার্তাতেই বলা হয়েছে, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কিছু পাহাড়ি অঞ্চলে ভূমি ধসের সম্ভবনা রয়েছে। মৌসম বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শনিবার সকাল ৮ টায় মোকার অবস্থান ছিল চট্টগ্রাম থেকে ৮১৬ কিমি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে ও কক্সবাজার থেকে ৭৪৫ কিমি। সূত্রের খবর, রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে বন্দরের প্রবল শক্তির সাথে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’। কক্সবাজার উপকূলে মোকার বড় প্রভাব পড়তে চলেছে। ওপার বাংলার আবহাওয়া অধিদফতর কক্সবাজার উপকূলে মহাবিপদ সংকেতও জারি করেছে।
এদিকে,আবহাওয়া দফতরের সতর্কবার্তা দেওয়ার পরেই কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান চলাচল ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। ‘মোকার’ প্রভাবে বাংলাদেশের উপকূলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সাধারণ মানুষদের উপকূল অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন দুর্যোগ মোকাবিলার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তর-পূর্বের কিছু রাজ্যকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার মধ্যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অসমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এপার বাংলায় দুর্যোগের তেমন সম্ভাবনা না থাকলেও কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।