দেশ লিড নিউজ

ফের মাস্ক না পড়লে দিতে হবে জরিমানা

ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। আবারো প্রতিদিন সংক্রমণের হার বেড়েই চলেছে । ক্রমাগত এই সংক্রমণের হার বৃদ্ধি রুখতে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। এই পরিস্থিতিতে বিনা-মাস্কে বেরোলে ফের জরিমানার পথে হাঁটতে পারে দিল্লি। জনবহুল এলাকায় মাস্ক ছাড়া কেউ গেলে জরিমানার পদক্ষেপ নতুন করে আরোপ করতে চলেছে দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।

বেশ কয়েকদিন ধরে সংক্রমনের মাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে আবারো চিন্তায় পড়ে গিয়েছে স্বাস্থ্য মহল আর সেই কারণেই আজ করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করে ডিডিএমএ। সূত্রের খবর, সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম না মানলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলে খবর।

বর্তমানে রাজধানী দিল্লির অবস্থা খুবই উদ্বেগজনক। মাস খানেক আগেও সেখানে সংক্রমণ ছিল নিয়ন্ত্রণে। সেই সময় দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিল। যদিও জনবহুল এলাকায় মাস্ক পরার জন্য তখনও উপদেশ দেওয়া হয়। রাজধানীতে স্কুল খোলা বা বন্ধ থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে যদিও এখনও কিছু জানা যায়নি।

মঙ্গলবার এর পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দিল্লিতে ৬৩২ জন করোনা আক্রান্ত হন। টানা তিন দিনে ৫০০-র বেশি সংক্রমণ দেখা গেছে রাজধানী দিল্লিতে। গত কয়েকদিন ধরে দিল্লিতে সংক্রমণের ক্রমশ ঊর্ধ্বমুখী।