দেশ ব্রেকিং নিউজ

২০০০ টাকার নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র

দেশ জুড়ে বিভিন্ন ব্যাঙ্কে ২,০০০ টাকার নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে। তবে নোট বদল করার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হচ্ছে না। এমনকি, ব্যাঙ্কে নোট জমা দিতে হলে কোনও ফর্মপূরণও করতে হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর মঙ্গলবার এমনই জানিয়েছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

পিএনবি কতৃপক্ষ জানিয়েছে, গ্রাহকেরা তাঁদের ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে নোটবদল করতে পারবেন। অন্য ব্যাঙ্কের গ্রাহকেরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আগেই জানানো হয়েছিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোট বদলের প্রক্রিয়া চলবে তাঁদের ১৯টি আঞ্চলিক অফিসেও। ২,০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০,০০০ টাকা পর্যন্ত বদল করা যাবে। যদিও এক দিনে ২০০০ টাকার নোট বদল করার কোনও ঊর্ধ্বসীমা রাখেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে ২০,০০০ টাকার বেশি নোট বদল করার জন্য আয়কর দফতরের বহাল নিয়ম মানতে হবে।

বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণার পর পুরনো কথা ভেবে ফের নাজেহাল হওয়ার আশঙ্কায় ভুগছিলেন আমজনতা। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। তার পরেই নোটের জোগান দিতে ২ হাজার টাকার নোট আনা হয়। এ বার সেই ২ হাজার টাকার নোট তুলে নিতে চলেছে সরকার। তবে আগের মতো আর নাজেহাল অবস্থা হবে না সাধারণ মানুষের।