গ্রেপ্তার হওয়ার দিন তিনেক পরে জামিন পেলেন মইনুল হাসান নোবেল। আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল বাংলাদেশি এই গায়কের বিরুদ্ধে। জানা গিয়েছে, ১০ হাজার টাকা মুচলেকা হিসেবে দিয়ে জামিন পেয়েছেন তিনি।
লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। নোবেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি। তাই শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। পুলিশ কর্তৃপক্ষের তরফেই এই ঘটনাটি প্রকাশ্যে আসে। সংবাদ সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর একটি অনুষ্ঠান করার কথা ছিল। সেখানে অগ্রিম টাকা বাবদ ৭২ হাজার টাকা তাঁকে দেওয়া হয়। কিন্তু, টাকা নিয়েও ওই অনুষ্ঠানে উপস্থিত হয়নি নোবেল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়।
জানা গিয়েছে, ২৮ এপ্রিল ঢাকার পাইলট উচ্চ বিদ্যালয়ের রিউনিয়নে গান করার কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার কনট্র্যাক্ট হয়। আর অগ্রিম ৭২ হাজার টাকা তাঁকে দেওয়া হয়। কিন্তু এই টাকা নিয়েও সে গত শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত হয়নি। এরপর শো কর্তৃপক্ষ মতিঝিল থানায় অভিযোগ দায়ের করে ও তাঁকে গ্রেফতারের আর্জি জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়।
শোনা গিয়েছে, আদালতে গায়কের জামিনের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল ঢাকা পুলিশ। কিন্তু অভিযোগকারী জানান, নোবেলকে যে টাকা দেওয়া হয়েছিল তা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। এরপরই গায়কের জামিন মঞ্জুর করা হয়।