খেলাধুলা

বল পালিশে থুতু বা লালা নিষিদ্ধ

করোনাভাইরাসের জেরে শঙ্কিত ক্রিকেট মহল। তাই এবার সেখানে কিছু পরিবর্তন আনা হচ্ছে লে খবর। ক্রিকেটে থুতু বা লালা দিয়ে বলের পালিশ উজ্জ্বল রাখার রীতি বহু পুরনো। বহুদিন ধরে এই রীতিই চলে আসছে। কিন্তু করোনার প্রভাব এবার এই রীতিকেই ভাবিয়ে তুলেছে। এই নিয়ে আইসিসি নতুন করে ভাবতেও বসেছে। তার মধ্যেই পালিশ ধরে রাখতে থুতু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ করে দিল অস্ট্রেলিয়া।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনেই ক্রিকেট অস্ট্রেলিয়া বলে থুতু লাগানো অবৈধ ঘোষণা করেছে। লালা বা থুতুর মধ্যে দিয়ে রোগ–জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার নিয়মে বলের পালিশ ঠিক রাখতে লালা কিংবা থুতুর ব্যবহার শাস্তি হিসেবে গন্য হবে। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা সকল ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হয়েছে।
আইসিসিও এই মর্মে নির্দেশিকা জারি করতে চলেছে বলে সূত্রের খবর। এমনকী এই কাজ কেউ করলেই সেটাকে অপরাধ বলে ধরে নেওয়া হবে। আর বলে লালা বা থুতু লাগানো যাবে না। তবে এই নির্দেশিকা জারি হওয়ার পর পাকিস্তান তা মানে কিনা সেটাই এখন দেখার।