ব্রেকিং নিউজ রাজ্য

ICC Cricket World Cup: শহরে বিশ্বকাপ ট্রফি, ইডেনে চাঁদের হাট

দরজায় কড়া নাড়ছে আইসিসি একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। শুক্রবার ইডেন গার্ডেনে ছিল আইসিসি বিশ্বকাপ আয়োজনের জন্য ট্রফি ট্যুর প্রোগ্রাম। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন চাঁদের হাট বসেছিল ইডেনে। ট্রফি ট্যুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্ম সম্পাদক দেবব্রত দাস এবং কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী- সহ রাজ্য ও সিএবি ক্রীড়া প্রশাসনের কর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার অভিষেক ডালমিয়া, ঝুলন গোস্বামী, অশোক দিন্দা, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল, তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া- সহ বাংলা ও জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রীড়াবিদরা।

দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে এদিনের অনুষ্ঠানে বিশেষ বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে সেই বার্তা পাঠ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিনের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। ১৯৮৩ ও ২০১১ সালে বিশ্বকাপ জয়ের ভিডিও সামনে আসতেই আবেগে ভাসেন সকলে। তার পর বিশ্বকাপের ট্রফিটি উন্মোচন করা হয়। দেশের বাকি শহরগুলির মত বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে সেমিফাইনাল-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। জমকালো ফ্যাশনে ইডন গার্ডেনে বিশ্বকাপ করার ব্যাপারে আশাবাদী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।