আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ছিলই, সেই মতো শনিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ আশেপাশের জেলা। শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা, হাওড়া ও হুগলিতেও। কয়েকটি জেলায় আবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও।

শনিবার সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলি। মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি নামে, মনোরম আবহাওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে, মহানগরীর তাপমাত্রা এখনও খুব বেশি নামেনি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

রবিবার থেকে একটু বাড়বে বৃষ্টির দাপট। তবে সেটি উপকূলবর্তী জেলা গুলিতে। নিম্নচাপের দাপটে উপকূলবর্তী জেলা গুলিতে শনিবারের পর থেকে বৃষ্টির দাপট বাড়বে। সেকারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।২৯ তারিখের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট।