আবহাওয়া ব্রেকিং নিউজ

কেমন থাকবে আজকের আবহাওয়া?

ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-এই তিন জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। পুবালি হাওয়ার প্রভাব বাড়তে চলেছে।

অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেশ কিছুটা বাড়তে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভোরের দিকে কুয়াশাছন্ন ছিল শহর কলকাতা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। ধীরে ধীরে বিদায় নেবে শীত। বাড়বে তাপমাত্রার পারদও। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি  এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

পূর্বাভাস বলছে, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। তারই মধ্যে নতুন করে বদলাচ্ছে আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেশ কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে,।