দেশ লিড নিউজ

১৫-১৮ বছর বয়সীদের টিকার জন্য নাম নথিভুক্ত কীভাবে করবেন? দেখে নিন

নতুন বছরের শুরুতেই সুখবর! জানুয়ারির প্রথম দিন থেকেই টিকাকরণের জন্য কোউইনে আবেদন করতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কোউইনে আবেদন করতে পারবে।

কোউইন পোর্টালের প্রধান ডক্টর আর এস শর্মা জানিয়েছেন, ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত যাঁদের বয়স, তাদের অনেকের আধার কার্ড নেই, ভোটার আই কার্ডও নেই, সেই কারণে তাঁদের জন্য স্টুডেন্ট কার্ডের মাধ্যমে ব্যবস্থা করা হবে।

কীভাবে রেজিস্টার করবেন :
প্রথমে Aarogya Setu অ্যাপ বা Cowin.gov.in ওয়েবসাইট খুলুন
এরপর সাইন-ইন/রেজিস্টার বিকল্পে আপনার মোবাইল নম্বর লিখুন।
Get OTP (One Time Password) অপশনে ক্লিক করুন।
আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং যাচাই বাটনে ক্লিক করুন।
আরোগ্য সেতু অ্যাপের ক্ষেত্রে, CoWin ট্যাবে যান এবং টিকাকরণ ট্যাবে ক্লিক করুন।
তারপর proceed এ ক্লিক করুন।
এর পরে, আপনার স্ক্রিনে একটি পেজ খুলে যাবে।
আপনাকে ফটো আইডি টাইপ, নম্বর এবং আপনার পুরো নাম লিখতে হবে। (এখানে আপনি 10 তম আইডি কার্ড নির্বাচন করতে পারেন)।
এছাড়াও, ব্যক্তির লিঙ্গ এবং বয়স লিখুন যোগ করুন। তারপরে সিস্টেমটি জিজ্ঞাসা করবে “আপনার কি কোন কমরবিডিটিস আছে (প্রাক-বিদ্যমান চিকিৎসা শর্ত)”।
সেই অনুযায়ী ‘হ্যাঁ’ বা ‘না’ এ ক্লিক করুন। একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে, আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ পাঠানো হবে।

অন্যদিকে, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ঘোষণা করে জানান, আগামী বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে। তিনি আরও জানান, আগামী বছরের ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধাদের জন্য টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এও জানা গিয়েছে, যাঁদের কোমর্বিডিটি আছে এবং যাঁদের বয়স ৬০ বছরের বেশি, চিকিত্‍সকের পরামর্শে তাঁরাও ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ নিতে পারবেন।