দেশ ব্রেকিং নিউজ

এফিডেভিটে বাপ্পি লাহিড়ীর কত সোনা ও সম্পত্তির উল্লেখ হয়েছে? জেনে নিন

একের পর এক নক্ষত্র পতন। মঙ্গলবার গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়ের পর চিরবিদায় নিয়েছেন বর্ষীয়ান সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ীও। স্বভাবতই, ভারতীয় সঙ্গীত জগতে কালো ছায়া। মঙ্গলবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ‘ডিস্কো কিং’।

বাপ্পি লাহিড়ীর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তাঁর কালজয়ী সব ছবির গান অমর হয়ে থেকে যাবে। বাপ্পি লাহিড়ীর আসল নাম অলোকেশ লাহিড়ী। যদিও তিনি গোটা দুনিয়ার কাছে ‘বাপ্পিদা’ নামেই পরিচিত। সারা জীবন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। স্ত্রী চিত্রাণী লাহিড়ী, দুই ছেলে মেয়ে বাপ্পা ও রীমা লাহিড়ী এবং নাতি স্বস্তিককে উত্তরাধিকারী হিসাবে রেখে গিয়েছেন বাপ্পি। জানেন কি মৃত‍্যুর পর কত কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী?

উল্লেখ‍্য, শুধু গান নয়। রাজনীতিতেও পা রেখেছিলেন এই গায়ক সুরকার। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। বিপক্ষে ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিয়ম মত, এফিডেভিটে নিজের মোট সম্পত্তির পরিমাণ ছাড়াও সোনা রূপো হিসাবও দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী।

সেই এফিডেভিট অনুসারে, গায়কের কাছে ৭৫৪ গ্রাম সোনা ছিল। সেই সময়কার হিসাবে ওই পরিমাণ সোনার বাজার মূল‍্য ছিল প্রায় ১৭ লক্ষ ৬৭ হাজার টাকা। এছাড়াও ৪.৬২ কেজি রূপোরও মালিক ছিলেন বাপ্পিদা। প্রায় ২ লক্ষ টাকা বাজার দর ছিল ওই রূপোর। এখন তার দাম গিয়ে দাঁড়িয়েছে ২.৯১ লক্ষ টাকা।

সূত্রের খবর, মোট ১২ কোটি টাকার সম্পত্তি ছিল বাপ্পি লাহিড়ীর কাছে। তাঁর মালিকানায় রয়েছে বিএমডব্লিউ, অডির মতো পাঁচটি বিলাসবহুল গাড়ি। ৫৫ লক্ষ টাকা মূল‍্যের একটি টেসলা এক্স গাড়িও রয়েছে বাপ্পি লাহিড়ীর।