রাজ্য লিড নিউজ

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সোমবার শুকনোই থাকবে রাজ্যের আবহাওয়া। যদিও আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যার জেরে আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা এবং সংলগ্ন এলাকা। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হবে আবহাওয়া। সোমবার রাতের মধ্যে শুকনো থাকবে সবকটি জেলারই আবহাওয়া।সোমবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১° এবং ২০° সেলসিয়াস।

উত্তরবঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে কিছু কিছু এলাকা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।

পাশাপাশি , দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ মার্চ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন বেশ মনরম আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে সবকটি জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে সকাল অবধিও৷ সকালের মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এবং বীরভূম জেলায়। তবে মঙ্গলবার সকালের মধ্যে বদলে যাবে আবহাওয়া।