ব্রেকিং নিউজ রাজ্য

কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখন তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার সকালে সিটি স্ক্যান করা হয় বুদ্ধবাবুর। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে হাসপাতালের তরফে জানানো হয় বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রক্তে সিআরপির পরিমাণ কম, অর্থাৎ সি-রিয়্যাকটিভ প্রোটিনের মাত্রা কমেছে। তাই ইনফ্ল্যামেশন বা প্রদাহ কম হচ্ছে। এই রিপোর্ট দেখেই চিকিৎসকরা বলেছিলেন আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধবাবুর।

বুদ্ধবাবুর দুই ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়েছে। দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডিতে ভুগছিলেন, তাঁর ফুসফুসে ফাইব্রোসিস রয়েছে। টাইপ ২ রেসপিরেটরি ফেলিওরে ভুগছেন বুদ্ধবাবু। কিন্তু তাঁর হার্টের অবস্থা ভাল, তাই সঙ্কট অনেকটাই কেটেছে বলে মনে করছেন ডাক্তাররা।

ফুসফুসে ফাইব্রোসিসকে ডাক্তারি পরিভাষায় বলে পালমোনারি ফাইব্রোসিস। ফুসফুসের বাইরে শক্ত আবরণ তৈরি হয়, ফুসফুসের কোষ শক্ত হয়ে যায়।  ফলে ফুসফুসের স্বাভাবিক সংকোচন-প্রসারণ বাধা পায়।  শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়।

ফুসফুসে শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে নানা রকম রোগের উপসর্গ দেখা দেয়। ফুসফুস দূষিত কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে দিতে পারে না, তখন হাইপারক্যাপনিয়ায় ভোগেন রোগী। এক্ষেত্রে ফুসফুস পাম্পের মতো অক্সিজেন টেনে নেওয়া কার্বন ডাই অক্সাইড বের করে দিতে পারে না। ফলে শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে থাকে। তখন ধীরে ধীরে ফুসফুস অকেজো হয়ে যেতে শুরু করে।