সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সুস্থ হয়ে উঠলেও এখনও করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন সৌরভের বেহালার বাড়িরই তিন সদস্য। এই পরিস্থিতিতে আজ বেহালায় সৌরভের বাড়িতে এলো মুখ্যমন্ত্রীর পাঠানো ফলের ঝুড়ি। পৌঁছে দিলেন স্থানীয় কাউন্সিলর। আজ সকালে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে আজ সৌরভের বাড়িতে পৌঁছে যান।
আপাতত তিনি সুস্থ আছেন বলে জানান ডোনা গঙ্গোপাধ্যায়। কাউন্সিলর-এর হাত থেকে মুখ্যমন্ত্রীর পাঠানো সুস্থতার বার্তা ও সৌজন্যমূলক উপহার হিসেবে ফল গ্রহণ করেন ডোনা গঙ্গোপাধ্যায় নিজেই।
প্রসঙ্গত, সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময়ই কোভিড আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভর্তি ছিলেন এক বেসরকারি হাসপাতালে। তিন দিন পর বাড়ি ফিরে যান। তারপর তার পরিবারে করোনায় আক্রান্ত হন কন্যা সানা এবং আরও আরও তিন জন। সৌরভের ছোট কাকা, সিএবি কোষাধ্যক্ষ দেবাশিষ গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও ডোনার করোনা পরীক্ষা হয়েছে। তিনি নেগেটিভ।
বেহালার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সৌরভের মা নিরূপা এবং দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। । এখন সুস্থ রয়েছেন দু’জনেই।