রাজ্য লিড নিউজ

উত্তপ্ত সন্দেশখালি! জারি ১৪৪ ধারা

চারদিন কেটে গেলও পরিস্থিতির উন্নতি হল না বসিরহাটের সন্দেশখালিতে। শনিবার সেখানে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপির প্রতিনিধিদল। সরবেড়িয়া ধামাখালি রোড ধরে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, উত্তর ২৪ পরগনা জেলার নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সন্দেশখালি থানার দিকে রওনা দিলেও ১৪৪ ধারা জারি থাকায় মাঝপথ থেকেই ফিরে যেতে হয়। সন্দেশখালি লস্কর পাড়া থেকে তাদের ফিরিয়ে দেয় পুলিশ।

শুক্রবার রাতে আন্দোলনকারী গ্রামবাসীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে তাঁদের মারধরের অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধেই। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই রাতভর সশস্ত্র হামলা চলে। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলার হাত থেকে রেহাই পাননি গ্রামের বাসিন্দারা ।

শনিবার ভোর রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, গভীর রাতে খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজ্যোতি সান্যাল এবং তৃণমূল নেতা শফিকুল গাজির অনুগামীরা বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সন্দেশখালি থানায় এলাকার ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে পুলিশ।