দেশ ব্রেকিং নিউজ

বড় সাফল্য, নিকেশ হিজবুল মুজাহিদিন কমান্ডার

বড় সাফল্য পেল সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। কারণ এদিন এনকাউন্টারে নিকেশ হল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার মেহেরাজউদ্দিন হালওয়াই। অনেকদিন ধরেই তাকে ধরার চেষ্টা করছিল সেনাবাহিনী। কিন্তু নানা নাশকতা করে সে গা–ঢাকা দিচ্ছিল। কিন্তু এবার আর তা সম্ভব হল না।

বুধবার দক্ষিণ কাশ্মীরের হান্দওয়াড়া জেলায় সংঘর্ষে নিকেশ হয়েছে জঙ্গি কম্যান্ডার হালওয়াই। গোপন সূত্রে কবর পেয়ে এদিন ভোরে জেলার পাজিপোরা–রেনান এলাকায় জঙ্গিদের ঘাঁটি ঘিরে ফেলে সেনা, আধাসেনা ও পুলিশের একটি যৌথদল। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর নিকেশ হয় হিজবুল কমান্ডার।

এদিকে নিজের টুইটার হ্যান্ডেলে কাশ্মীর পুলিশ উল্লেখ করেছে, বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত ছিল হিজবুল কমান্ডার মেহেরাজউদ্দিন হালওয়াই ওরফে ওবেইদ। উপত্যকায় সবচেয়ে পুরনো জঙ্গি কমান্ডারদের মধ্যে অন্যতম ছিল সে। কাশ্মীরে আইজিপি বিজয় কুমার বলেন, ‘‌সন্ত্রাস দমনে এটা বড় সাফল্য মিলেছে।’‌

উল্লেখ্য, কয়েকদিন আগেই দুই হিজবুল জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। তার আগে নিকেশ করা হয় লস্কর–ই–তৈবার কমান্ডার নাদিম আবরার–সহ দুই জঙ্গিকে। কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল আবরার। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলি পালটা হামলা চালিয়ে এবার সদস্যদের মনোবল কিছুটা চাঙ্গা করে তুলতে চাইছে। জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে জোড়া বিস্ফোরণ আসলে নাশকতারই প্রকাশ করেছে।