মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। গার্ডেনরিচে হাজারি মোল্লা বাগান এলাকায় ৫১৩/৩ ব্যানার্জি পাড়া লেনে ঝুপড়ির উপর ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত ১৫ জনের বেশি মানুষ। এখনও ভেঙে পড়া অংশে ৬ জন আটকে রয়েছে বলে সূত্রের খবর। ভগ্নস্তূপের মধ্যে থেকেই উদ্ধারকাজ চালানো হচ্ছে। মৃত এবং আহতর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রবিবার রাত ১২ টা নাগাদ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি। পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম সামা বেগম (৪৭) এবং হাসিনা খাতুন (৫৫)। আহতদের মধ্যে দশকে জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এসএসকেএমের ট্রমা কেয়ারে।
জানা গিয়েছে, নির্মীয়মাণ বাড়িটিতে কেউ ছিলেন না। কিন্তু পাশের যে ঝুপড়িতে বহুতলটি ভেঙে পড়ে সেখানেই বহু মানুষ আহত হয়েছেন। রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। সোমবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গেছেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।