আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

বাস-তেলের ট্যাঙ্কার সংঘর্ষ: মৃত ২১, গুরুতর জখম ৩৮

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। মোটরবাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। গুরুতর জখম আরও ৩৮ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হিরাট-কান্দাহার হাইওয়েতে।

রবিবার সকালে যাত্রী বোঝাইকারী বাসে ধাক্কা দেয় একটি মোটর বাইক। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে বাসটি। মুহূর্তের মধ্যে যাত্রী বোঝাইকারী বাস ও ট্যাঙ্কারে আগুন ধরে যায়। পুড়ে খাক হয়ে গিয়েছে বাস ও তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলেই তেলের ট্যাঙ্কারে থাকা তিনজনেরই মৃত্যু হয়।

অন্যদিকে, বাসের ১৬ জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। একইসঙ্গে গুরুতর আহত হন ৩৮ জন যাত্রী।আহতদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২৭ জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।