দেশ লিড নিউজ

জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

ONGC’র একটি হেলিকপ্টার ভেঙে পড়ল মুম্বইয়ে। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পবন হংস হেলিকপ্টার জরুরি অবতরণ করানো হয় আরব সাগরে।

হেলিকপ্টারের ৯ আরোহীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। মুম্বই হাই -এর আরব সাগরের একটি তেল রেগ-এর থেকে ২জন হেলিকপ্টারের কর্মী ও ওএনজিসি র কর্মকর্তা সহ মোট ৯ জন নিয়ে হেলিকপ্টারটি রওনা দিয়েছিল মুম্বই হাই এর উদ্দেশ্যে। খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করতে হয় হেলিকপ্টারটিকে। কিন্তু অবতরণের আগেই আরব সাগরে নেমে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। একে একে উদ্ধার করা হয় সবাইকেই। চারজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে নানাবতী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জলের সঙ্গে প্রবল সংঘাতের কারণে চারজনের মৃত্যু ঘটেছে। মৃত চারজনের মধ্যে তিনজন হলেন ওএনজিসি কর্মী মুকেশ কুমার প্যাটেল ,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিজয় মন্ডলোই, ভূপালের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সত্যম বাদ পাত্র ভুবনেশ্বরের একজন ভূতত্ত্ববিদ, আর চতুর্থ ব্যক্তি হলেন কেরালার সঞ্জু ফ্রান্সিস যিনি ক্যাটারিং এবং হাউসকিপিং এর কাজ করতেন।

ভারতীয় কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডেন্ট আর,কে সিং জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশে জাহাজগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে অনুরোধ করা হয়েছিল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে ভূমিকা নিতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যুহু এয়ারবেস থেকে আরেকটি ওএনসিজি বিমান পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। ওএনসিজি স্ট্যান্ডবাই জাহাজ মালভিয়া -১৬ কে পাঠিয়ে চারজনকে উদ্ধার করা হয়েছে ।