মাঝে আর একটা দিন। তারপর বাণী বন্দনায় মাতবে গোটা বাংলা। কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন দিবসে আবহাওয়া কতটা সাথ দেবে তা নিয়ে চিন্তা বাড়াল হওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের ১৪ টি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই রাজ্যে শুরু হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। রাজ্য জুড়ে আজ সকালে দাপট দেখাচ্ছে কুয়াশা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭° সেলসিয়াসের মধ্যে। যা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি।
উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ থেকে। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়ায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়। অর্থাৎ সবমিলিয়ে হওয়া অফিস অনুযায়ী, সরস্বতী পুজোর আনন্দ ফিকে করে দিয়ে অকাল বর্ষণে বিড়ম্বনা বাড়বে বঙ্গবাসীর।