করোনা সংক্রমনের রিপোর্ট দেশ লিড নিউজ

ভয় ধরাচ্ছে করোনা, দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখের বেশি

উদ্বেগের আরেক নাম করোনা ভাইরাস। সংক্রমণের হার হাড়ে হাড়ে টের পাচ্ছে কারণ ভাইরাসের ভয়ানক রূপ। কোনভাবে আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। স্বচ্ছন্দে থাবা বসিয়েছে চলেছে করোনা। করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমবার দৈনিক সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৩ লাখের গণ্ডি। সেই সঙ্গে বাড়ছে অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনার কবলে পড়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি।

আক্রান্তের সংখ্যায় প্রথমে রয়েছে মহারাষ্ট্র। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার মতো রাজ্যগুলি ভয় ধরাচ্ছে। দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৯ হাজার ২৮৭ জন। দেশে গত এক দিনে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জন।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৯ লক্ষ ২৪ হাজার ৫১ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৩ হাজার বেশি। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ২৯ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৯ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

এইভাবে চলতে থাকলে মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা এন্ডেমিকের রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।