ব্রেকিং নিউজ রাজ্য

EID-Ul-Fitr: আজ খুশির ঈদ

আজ, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। শুক্রবারই দেখা গিয়েছিল ঈদের চাঁদ। পবিত্র রমজান মাসের শেষে উৎসবে মেতে উঠেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। ইতিমধ্যেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার কলকাতায় রেড রোডে ঈদের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়। প্রতি বছরের মতো এই বছরেও সেই প্রার্থনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দেশবাসীকে পবিত্র ঈদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উৎসবের আবহে কোথাও যেন কোন অনভিপ্রেত ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে গোটা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহর জুড়ে সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে বলে জানা গেছে। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেটও থাকবে।

ঈদ উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার জন্য শনি ও রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, ২১ ও ২২ এপ্রিল রাতে শিয়ালদহ থেকে মুর্শিদাবাদের কৃষ্ণপুর পর্যন্ত বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। শিয়ালদহ – কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন অর্থাৎ শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে কৃষ্ণপুর থেকে ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে।