জেলা

হ্যাপি বার্থডে গোপাল

সোমবার ছিল কৃষ্ণ জন্মাষ্টমী। সারা দেশ জুড়ে মহা ধুমধামে পালন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মদিন। কিন্তু এদিন গতানুগতিক গোপাল পূজোর বাইরেও অন্য দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি পাতকাটা কলোনীর দাস পরিবারে। পরিবারের সদস্যদের মতো রীতিমতো কেক কেটে গোপালের জন্মদিন পালন করল দাস পরিবার ও আশেপাশের বাড়ির কচিকাঁচারা।

সোমবার ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই বিভিন্ন মন্দির সহ গৃহস্থের বাড়িতে শুরু হয়ে য়ায় জন্মষ্টমীর পুজো।

তবে এদিন দেখা গেল তাদের পারিবারিক গোপাল ঠাকুরকে প্রথমে স্নান করাতে। এরপর বিভিন্ন উপাচারের পর কেক কেটে জন্মাষ্টমী পালন করতে। পরিবারের বড়দের সাথে রাত জেগে খুদেদেরও এই পুজোয় অংশগ্রহণ করতে দেখা যায়। সকলে মিলে কেক কেটে, হ্যাপি বার্থ ডে গোপাল গান গেয়ে জন্মাষ্টমী তিথি শুরুর মুহূর্ত উৎযাপন করল খুদেরা।

পরিবারের প্রধান জানিয়েছেন, গোপাল আমাদের পরিবারের অন্যতম সদস্য। তাই যেমন বাড়ির ছোট সদস্যের জন্মদিন পালন করি, সেরকমই আজ গোপালের জন্মদিন পালন করলাম কেক কেটে।