লাইফস্টাইল

হাতের ত্বকের যত্ন

প্রতিদিন সংসারের নানা কাজে ক্ষতি হয় হাতের ত্বকের। নিজেই আপনি যত্ন নিয়ে ফিরিয়ে আনতে পারেন ত্বকের পেলবতা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হাতের ত্বক সুন্দর রাখবেন-

১। অলিভ অয়েলের সঙ্গে চিনি মিশিয়ে হাতের ত্বক স্ক্রাবিং করুন। কিছুক্ষণ পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ব্যবহার করুন ময়েশ্চারাইজার।
২। ওটের গুঁড়ো ও অলিভ অয়েল কুসুম গরম জলের সঙ্গে মিশিয়ে নিন। হাত কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
৩। রাতে ঘুমনোর আগে দুই হাতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
৪। সামান্য গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে হাতে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৫। গামলায় কুসুম গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা শ্যাম্পু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। হাত ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। নরম ব্রাশ দিয়ে নখ ও হাতের ত্বক ঘষুন। হাত জল দিয়ে ধুয়ে ব্যবহার করুন ময়েশ্চারাইজার।