এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার হামজা কোয়া। শনিবার কেরলের মালাপ্পুরমের একটি হাসপাতালে প্রাক্তন সন্তোষ ট্রফি খেলোয়াড় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ভারতীয় ফুটবল মহলে।
জানা গিয়েছে, ৬১ বছর বয়সে প্রয়াত হলেন হামজা কোয়া। তিনি মালাপ্পুরমের পারাপ্পানানগড়ির বাসিন্দা হলেও দীর্ঘদিন মুম্বইয়ে থেকেছেন। গত ২১ মে স্ত্রী, ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে রাজ্যে ফিরেছিলেন। তারপরেই তাঁর পরিস্থিতির অবনতি হতে শুরু করে। কেরলে ফিরে যাওয়ার পরই তাঁর স্ত্রী এবং ছেলের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
মঞ্জেরি মেডিক্যাল কলেজের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁর প্রবল শ্বাসকষ্ট হয় এবং তাঁকে ভেন্টিলেটারে রাখা হয়েছিল। তবে ক্রমেই অবস্থা আরও খারাপ হয়ে যায়। মেডিক্যাল বোর্ডের অনুমোদনের ভিত্তিতেই গত শুক্রবার হামজাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। কিন্তু তাঁর অবস্থার উন্নতি হয়নি। গত রাতেই তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত কেরলে করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলতেন হামজা। ১৯৮১–৮৬ পর্যন্ত সন্তোষ ট্রফিতে খেলার পাশাপাশি দু’বার ভারতীয় শিবিরেও ডাক পান।