জেলা ব্রেকিং নিউজ

H.S Pass Issue: অভিনব প্রতিবাদ, পাশ করানোর দাবিতে পড়ুয়াদের মানববন্ধন, স্কুল গেটে তালা

বসিরহাট হাড়োয়া থানার হাড়োয়া শফিক আহমেদ গার্লস হাইস্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ১৭৪ জন পড়ুয়া। উত্তীর্ণ হয় ৮৪ জন। বাকিরা অকৃতকার্য হয়। আজ তারা পাশ করানোর দাবিতে হাড়োয়া রাজারহাট রোডে স্কুলের সামনে ছাত্রীদের মানব-বন্ধন করে পথ অবরোধে সামিল হল।

তাদের দাবি, অবিলম্বে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে তাদেরকে পাশ করানো হোক। এই দাবিতে স্কুলের মূল গেটে তালা লাগিয়ে, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে মানববন্ধনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ দেখাল স্কুলের ছাত্রীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাড়োয়া থানার পুলিশ। প্রায় ৩০ মিনিট অবরোধ করার পর হাড়োয়া থানার পুলিশ অবরোধ তুলে দেয়। এদিন স্কুল কর্তৃপক্ষের কাছেও  ছাত্রীরা পাশ করানোর দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়।