দেশ

এবার স্কুল খোলার সিদ্ধান্ত নিল এই রাজ্য

এবার স্কুল খোলার সিদ্ধান্ত নিল গুজরাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ে করোনার দৈনিক সংক্রমণ কমতে থাকায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা শুরু হবে এই রাজ্যে। আপাতত কেবলমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলবে স্কুল। স্নাতক এবং স্নাতকোত্তরের পড়ুয়ারা যেতে পারবেন কলেজে। ১৫ জুলাই থেকে স্কুল এবং কলেজ চালু হবে বলে জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী।

স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে রূপাণী বলেন, ‘পড়ুয়ারা সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে পারবে। যদিও ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়।’ তবে এক সঙ্গে ৫০ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ্য, স্কুল খোলা যে অত্যন্ত প্রয়োজনীয়, কিছুদিন আগেই সেই কথা বলেছিলেন এইমসের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া। সরকারকে বিশেষভাবে পরিকল্পনা করার জন্যও আবেদন করেন তিনি। এবার সেই দিকেই হাঁটতে চলেছে কিছু রাজ্য।

দেশের একাধিক রাজ্যে করোনা সংক্রমণ কার্যত তলানিতে এসে ঠেকেছে। গুজরাত অন্যতম। জুন মাসের মাঝামাঝি সময় থেকেই সে রাজ্যে দৈনিক আক্রান্ত ৫০০-র নীচে নামতে শুরু করেছিল। জুলাই মাসের শুরু থেকেই তা ১০০-র নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। গুজরাতে বর্তমানে দৈনিক সংক্রমণ গত ১৪ মাসের মধ্যে সব থেকে কম। নৈশ কার্ফুও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার।