বিপুল পরিমাণ গাঁজা সহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানা পুলিশ।
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুড়িঘাটা ব্রিজ এলাকায় একটি সন্দেহ ভাজন বোলেরো ভ্যান গাড়ি আটক করে তল্লাশি চালায়। ওই গাড়ি থেকেই ১৯৩ কিলো ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। গাড়িটি আটক করে ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়। ৩ পাচারকারীর নাম জসিম মিনা, মুস্তাকিন মণ্ডল, আক্তারুল মণ্ডল। ধৃতদের আজ বারাসাত আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ।