দেশ ব্রেকিং নিউজ

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দিল্লি দরবারে

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজ কেন্দ্র–রাজ্য বৈঠক। নয়াদিল্লির দরবারে তৃণমূলের প্রতিনিধি দল। আজ, মঙ্গলবার জলশক্তি মন্ত্রকের সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠক রয়েছে। দুটি বৈঠক করার কথা রয়েছে। প্রথম বৈঠক রয়েছে জলশক্তি মন্ত্রীর সঙ্গে। দ্বিতীয় বৈঠক রয়েছে নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনের সঙ্গে। রাজ্যের সেচমন্ত্রী–সহ তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল যাচ্ছে দিল্লিতে। সৌমেন মহাপাত্র, মানস ভুঁইঞা থাকবেন এই প্রতিনিধি দলে।

গত ১০ আগস্ট ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি সৌমেন মহাপাত্র, মানসকে বলব সেচমন্ত্রীর কাছে গিয়ে কথা বলে নিতে। একটা দিন সময় করে গিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানিয়ে আসুক।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ঘাটাল নিচু জায়গা। মাস্টার প্ল্যান ছাড়া কোনও ভাবেই ঘাটালকে রক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, ‘‌ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি সৌমেন মহাপাত্র, মানস ভুঁইঞাকে বলব কেন্দ্রীয় সেচ মন্ত্রীর সঙ্গে দেখা করুন। সঙ্গে শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, জুন মালিয়া, দেবও যাক। ওরা দাবি জানাক। আমি মনে করি লোকসভা ও রাজ্যসভার সাংসদরাও সঙ্গে যান। না হলে কিন্তু ঘাটালকে বাঁচানো যাবে না।’‌

চার সদস্যের প্রতিনিধি দল হরিশপুর, প্রতাপপুর বাঁধ, শীলাবতী বাঁধ এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদদের নিয়েও বৈঠক করা হয়। সিদ্ধান্ত হয় আবারও ঘাটাল মাস্টারপ্ল্যান-সহ একাধিক প্রকল্পের দাবি নিয়ে কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে রাজ্যের প্রতিনিধি দল দেখা করবে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর দেবও বলেছিলেন, ‘‌এখন রাজনীতির সময় নয়। সব বিষয়ে রাজনীতি করলে মানুষের রাজনীতি থেকে বিশ্বাস উঠে যাবে। অনেক কিছুই বলতে পারতাম। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে অনেক বার চিঠি পাঠিয়েছি। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি।’‌