ভারত মণ্ডপমে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী সমস্ত রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর মধ্য দিয়েই শুরু হল দুইদিনব্যাপী জি-২০ সম্মেলন। জি-২০ বৈঠকে ভাষণ দেওয়ার সময় মোদী দেশের নাম ‘ভারত’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, জি-২০-এর প্রেসিডেন্ট হিসেবে ভারত আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।
আফ্রিকান ইউনিয়নকে দেওয়া হয়েছে জি-২০-র স্থায়ী সদস্যপদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে জানান, এ বিষয়ে আমরা সবাই সহমত।
শনিবার ভারত মণ্ডপমে জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ‘এক পৃথিবী’ বিষয়কে কেন্দ্র করে প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।” তিনি বিশ্বব্যাপী আস্থার ঘাটতি কমিয়ে আস্থার পরিবেশ বাড়ানোর ডাক দেন। প্রধানমন্ত্রী বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” ধারণা বিশ্বের জন্য পথপ্রদর্শক হতে পারে।