আবারও বাড়ল জ্বালানির দাম। মাথায় হাত ব্যবসায়ীদের। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় রীতিমতো চিন্তায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি আবার গ্যাসের দাম বাড়ায় ব্যবসা চালানোই দায় হয়ে যাবে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা।
১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় ১০০ টাকা বেড়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২ হাজার ৭৩ টাকা ৫০ পয়সা। তবে এবার কলকাতায় সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২ হাজার ১৭৪ টাকা ৫ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ের বাসিন্দাদের সিলিন্ডার কিনতে দিতে হবে ২ হাজার ৫১ টাকা। আগে খরচ হত ১ হাজার ৯৫০টাকা। বাণিজ্যনগরীতে ১০১ টাকা বেড়েছে। ২ হাজার ৫০ টাকার বদলে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে ২ হাজার ১০৪ টাকা খরচ করতে হবে। চেন্নাইতে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ২ হাজার ১৩৩টাকা লাগত। তবে এবার সেখানে গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ২৩৪ টাকা ৫০ পয়সা।
অক্টোবরের শুরুতে রান্নার গ্যাসের দাম বেড়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডারে দামের কোনও পরিবর্তন হয়নি।