দেশ লিড নিউজ

ফের দাম বাড়ল জ্বালানির!

মধ্যবিত্তের হেঁসেলে আগুন! পরপর দুদিন জ্বালানির দাম বাড়ায় বেশ চিন্তায় পড়েছে দেশের মানুষ। দেশ জুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধিতে কপালে হাত মধ্যবিত্তের। প্রায় তিন মাস পেরিয়ে পর পর দুদিন কলকাতায় পেট্রোল ডিজেলের দাম বাড়ল। আজ, বুধবার পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়েছে। নতুন দাম হয়েছে ১০৬.৩৪ টাকা। একই সঙ্গে লিটার প্রতি ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৯১.৪২ টাকা।

সরকারি তেল সংস্থাগুলি ২১ মার্চ জ্বালানির দামবৃদ্ধির কথা ঘোষণা করে। ২২ মার্চ সকাল থেকেই নতুন দাম কার্যকর হওয়ার পরেও ফের আজ আবারো জ্বালানির দাম বাড়ল।

অন্যদিকে, একলাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দামও। মঙ্গলবার ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে নতুন দাম হয়েছে ৯৭৬ টাকা।

উল্লেখ্য, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির আশ্বাস দিয়েছিলেন রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কোন প্রভাব পড়বে না জ্বালানি তেল ও রান্নার গ্যাসের ওপরে। কিন্তু দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। প্রায় এক মাস হতে চলল ইউক্রেন -রাশিয়ার যুদ্ধ। রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক পশ্চিমি দেশ। আমেরিকা সহ আরও অনেক দেশ রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে।