ফুচকা খেয়ে অসুস্থ শিশু-মহিলা-পুরুষ সহ ৭০জন। ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, গত রবিবার ও সোমবার এই দুদিন গ্রামে আসে একটি ফুচকাওয়ালা। তার থেকে ফুচকা কিনে খায় গ্রামের পুরুষ মহিলা এবং শিশুরা, আর তাতেই দুদিন ধরে অল্প অল্প অসুস্থ বোধ করছিলেন সকলেই। সোমবার ও মঙ্গলবার গায়ের তাপমাত্রা বৃদ্ধি পায়, মাথার যন্ত্রণা, বমি, পেট খারাপ নিয়ে গতকাল সোমবার রাতে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও গ্রাম এবং অন্যান্য জায়গা থেকেও চিকিৎসা করাচ্ছেন গ্রামের বাকিরা। সব মিলিয়ে গ্রামবাসীরা জানাচ্ছেন প্রায় ৬০ থেকে ৭০ জন অসুস্থ। মূলত তাদের সমস্যা হচ্ছে বমি এবং জ্বর।
যদিও হাড়োয়া গ্রামীণ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাক্তার সৌমিত্র পাইক জানাচ্ছেন, আপাতত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। সকাল থেকে আউটডোরে অনেকেই চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি। এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল না অন্য কোন ফুড পয়জন থেকে এটা হয়েছে, সবটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ ও স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই গ্রামের মধ্যে একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।