দেশ ব্রেকিং নিউজ

প্রাক্তন রাষ্ট্রপতি কোমায় আচ্ছন্ন

উন্নতি হচ্ছে না স্বাস্থ্যের। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন নেই। তিনি একইরকম রয়েছেন বলে জানাল দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল। বরং গভীর কোমায় আচ্ছন্ন তিনি। ইতিমধ্যেই এই খবর পেয়ে কংগ্রেস হাইকমান্ড খোঁজখবর নিতে শুরু করেছে। আপামর বাঙালিও এই খবরের জেরে চিন্তিত।
কিন্তু শনিবার সকালে হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা শনিবার সকালে একইরকম রয়েছে। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তাঁর শরীরে যে সংক্রমণ বাসা বেঁধেছে তার চিকিৎসা চলছে। তবে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। পরের দিনই হাসপাতাল জানায়, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসায় জোরালো সাড়া দিচ্ছেন না তিনি।
যদিও পরিবার সূত্রে জানানো হয়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ভালো আছেন। প্রাক্তন রাষ্ট্রপতি করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। তার পরেই তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর মস্তিষ্কের এক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। অস্ত্রোপচার করে সেই রক্ত বের করে দেওয়া হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ নেতা।