বাংলাদেশ

বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তিতে নতুন বিবৃতি বিদেশমন্ত্রীর

উৎসবের মরশুমে বাংলাদেশে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা সামনে এসেছিল তা নিয়ে নতুন বিবৃতি প্রকাশ করেছেন সেদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন।

বাংলাদেশের বিদেশমন্ত্রীর দাবি, একটি মন্দিরও ধ্বংস হয়নি। তিনি আরও জানান, সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে চারজন মুসলিম এবং ২ জন হিন্দু। এবং এই ঘটনার সঙ্গে কোনও নারীকে নির্যাতনের সম্পর্ক নেই। দেবীমূর্তি ভাঙচুরের ঘটনা সত্য ও অত্যন্ত বেদনাদায়ক বলে স্বীকার করেছেন তিনি।

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন নতুন করে বিবৃতি দিয়ে জানিয়ে দেন আসলে ঠিক কী কী ঘটনা ঘটেছিল। তার মতে, বিষয়টি নিয়ে ভুয়ো প্রচার করা হয়েছে। এই বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ, আরএসএসও।