চুলে শ্যাম্পু করার আগে কিছু টিপস অনুসরণ করে চুলকে সুন্দর ও ঝলমলে করে তুলতে পারেন। দেখে নিন সেই টিপস সম্পর্কে-
১) শ্যাম্পুর আগে চিরুনি:
শ্যাম্পু করার আগে চুল ভালো করে আঁচড়ান যাতে চুলে কোনও গিঁট না থাকে। এর ফলে চুলে সঠিকভাবে শ্যাম্পু পৌঁছাতে পারে। চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ান। এতে শ্যাম্পু করার সময় চুলের ভাঙ্গা কমে যাবে।
২) তেল দেওয়া:
শ্যাম্পু করার আগে চুলে ভালো করে তেল মাখুন। এর কারণে চুলের উপরিভাগে প্রাকৃতিক তেলের একটি স্তর তৈরি হয় যা চুলকে আর্দ্রতা প্রদান করে। এটি শ্যাম্পুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। শ্যাম্পু করার আগে নারকেল বা অলিভ অয়েল দিয়ে চুল ভালোভাবে ম্যাসাজ করুন। এতে চুল শ্যাম্পু করার পরও নরম ও চকচকে থাকবে।
৩) সঠিক পরিমাণে শ্যাম্পু ব্যবহার করুন:
চুলে সঠিক পরিমাণে শ্যাম্পু ব্যবহার করুন। অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু লাগালে চুল দুর্বল হয়ে যায়। আপনি যখনই শ্যাম্পু ব্যবহার করবেন, সার্কুলার মোশনে এটি মাথার ত্বকে লাগান। যাতে চুল খুব বেশি জট না লাগে।