বাংলাদেশ

পদ্মাপারের ১২ জেলায় বন্যা

নদীর জল বেড়েই চলেছে। রেকর্ড ভেঙে বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মার জল। ব্রহ্মপুত্র–যমুনা ও গঙ্গা–পদ্মা নদ–নদীর জলতল বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জল বাড়ার সঙ্গে সঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ি, শরীয়তপুর এবং ফরিদপুর, এই ১২টি জেলার নিম্নাঞ্চল জলের তলায়। জল বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

জানা গিয়েছে, সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। জল বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। জলে ভাসছে বাড়িঘর। দেখা দিয়েছে জলবাহী নানা রোগ। ধরলার জল কুড়িগ্রামে বিপদসীমার ৭ সেন্টিমিটার, চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের জল ৪৯ সেন্টিমিটার এবং হাতিয়ায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিভিন্ন নদ–নদীতে পূর্বাভাস কেন্দ্রের যে ১০৯টি পর্যবেক্ষণ স্টেশন রয়েছে তার মধ্যে বুধবার ৬৮টিতে জলতল বেড়েছে। কমেছে ৪০টি স্টেশনের জলতল। অপরিবর্তিত রয়েছে একটি স্টেশনের আর ১৯টি স্টেশনের জলতল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।