বাংলাদেশ

চালু হচ্ছে ভারত–বাংলাদেশ বিমান পরিষেবা

আগস্ট মাস থেকে ফের শুরু হতে চলেছে ভারত–বাংলাদেশ যাত্রীবাহী বিমান পরিষেবা। করোনাভাইরাস আবহে তা বন্ধ ছিল দীর্ঘদিন। এখন ভারতের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় তা চালু হতে চলেছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশে এখনও করোনাভাইরাস রক্তচক্ষু দেখাচ্ছে। সেখানে চলছে কড়া লকডাউনও।
বিমান পরিষেবা বন্ধ থাকায় বাণিজ্য বা চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন অনেকেই। সেই কথা মাথায় রেখে বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘‌ভারতে করোনা সংক্রমণ কমতে থাকায় সামনের মাস থেকে ঢাকা–দিল্লি এয়ার বাবল চালু হতে পারে। আমাদের একটি প্রস্তুতি থাকাও দরকার। সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে। আগস্টের প্রথমেই আমরা রিভিউ মিটিং করব।’‌

‘এয়ার বাবল’ চুক্তির সুবিধা নিয়ে পর্যটক ভিসা ছাড়া অন্য সব ক্যাটাগরির ভিসাধারীরা ভারতে যেতে পারতেন। ‘এয়ার বাবল’ চুক্তির শর্তে ভারতের পক্ষ থেকে আগের প্রস্তাবে বলা হয়েছিল, যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন তাঁদের প্রত্যেককে নতুন করে ভিসা নিতে হবে। এয়ার বাবল সুবিধায় রোগীর সঙ্গী হিসেবে সর্বোচ্চ তিনজনের ভিসা পাওয়া যাচ্ছিল। উভয় দেশের যাত্রীদের জন্য ৭২ ঘণ্টার আগের পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর থেকে দু’দেশের মধ্যে তিন মাসের জন্য ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে এই বিমান চলাচল শুরু হয়েছিল। এয়ার বাবল চুক্তির আওতায় উভয় দেশ ২৮টি করে ৫৬টি বিমান পরিচালনা করে। ভারতে করোনা ভয়াবহ রূপ নেওয়ায় ১৩ মার্চ থেকে দেশটির সঙ্গে স্থল, বিমান–সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত বন্ধের মেয়াদ ৫ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ।