লিড নিউজ

প্রথম সপ্তাহে ট্রায়াল রানের নির্দেশ কেন্দ্রের

লকডাউন ৩.০ মেয়াদ শেষ হওয়ার পর কলকারখানা খোলার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। তবে শুরু থেকে উৎপাদনে জোর দেওয়ার দরকার নেই বলে মত কেন্দ্রের। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রাও খুব বেশি রাখলে চলবে না। লকডাউন তুলে নেওয়ার পরে যখন কাজ শুরু হবে তখন এটাই অনুসরণ করতে হবে বলে কেন্দ্রীয় সরকার রবিবার জানিয়েছে।
কেন্দ্রের নতুন নির্দেশিকায়, লকডাউন পরবর্তী প্রথম সপ্তাহটিকে ‘ট্রায়াল অথবা টেস্ট রান’ হিসাবে ধরতে হবে। আর বিশাখাপত্তনমে গ্যাস লিক করে ১১ জনের মৃত্যু এবং হাজার জন অসুস্থ হওয়ার যে ঘটনা ঘটল, তার তিন দিন পরে সরকার এক নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় শিল্পমহলকে বলা হয়েছে, কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সবরকম সাবধানতা অবলম্বন করতে হবে।
কেন্দ্র নির্দেশিকায় আরও জানিয়েছে, শ্রমিকদের সুরক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ করতে হবে কারখানার মালিকদের। সামাজিক দূরত্ব বজায়, বারবার স্বাস্থ্য পরীক্ষা, করোনা সংক্রান্ত বিষয়ে সচেতনতায় খেয়াল রাখতে হবে। যে সব কারখানা ২৪ ঘণ্টা চালু থাকে, সেখানে শিফটের মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে। বাইরে থেকে আসা শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক। কারখানা–চত্বর ২৪ ঘণ্টা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। যে জায়গাগুলো সবাই ব্যবহার করেন যেমন লাঞ্চ রুম বা খাওয়ার টেবিল ইত্যাদি, নিয়মিত দু’তিন ঘণ্টা অন্তর পরিষ্কার করতে হবে। প্রত্যেকবার ব্যবহারের পর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।