বিনোদন ব্রেকিং নিউজ

প্রথমবার! হিন্দি ছবি দৃশ্যমের রিমেক বানাচ্ছে কোরিয়া

২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম ছবি ‘দৃশ্যম’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই ছবি এবার বানানো হবে কোরিয়ান ভাষায়। এই সিনেমার হিন্দি রিমেক ভার্সনটির প্রযোজনার দায়িত্বে ছিল কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিও। জানা গিয়েছে, এবার এই কোরিয়ান ভাষায় রিমেকের সঙ্গে কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিও যুক্ত থাকবে।

দক্ষিণ কোরিয়ার সবথেকে জনপ্রিয় স্টুডিও অ্যান্থোলজি স্টুডিওর তত্ত্বাবধানে তৈরি হবে এই সিনেমাটি। ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রির মাথায় এক নতুন পালক।দৃশ্যম ছবিটি ভারতের এমন একটি ছবি হতে চলেছে,যা প্রথম বিদেশী ভাষায় রিমেক করা হবে। ভারত এবং কোরিয়ার স্টুডিওর যৌথ উদ্যোগে এই সিনেমাটি বানানো হবে। খুব তাড়াতাড়ি শুরু হবে এই কাজ।

জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালেই শুরু হবে কোরিয়ান ‘দৃশ্যম’ ছবির কাজ। যদিও এই ছবির কোরিয়ান নাম কি হতে চলেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই কোরিয়ান রিমেক সিনেমাটিতে অভিনয় করবে কোরিয়ান অস্কার বিজয়ী ছবি প্যারাসাইটের অভিনেতা সং ক্যাং হো।

এই ছবি প্রসঙ্গে কুমার মঙ্গত পাঠক বলেন, “ভাবতেই পারছিনা এমনটা হতে চলেছে। এটা আমার কাছে স্বপ্নের মত। হিন্দি সিনেমার ক্ষেত্রে এটি যে প্রথম হচ্ছে তা ভেবেই আরও ভালো লাগছে। কারণ এই প্রস্তাবটি ভারতের হিন্দি ছবিকে বিশ্ব মানচিত্রে এক নতুন জায়গা করে নিতে সাহায্য করবে। এতদিন আমরা অনেক কোরিয়ান সিনেমা দেখেছি যেগুলি অসাধারণ। এবার কোরিয়ানরা আমাদের ভারতীয় সিনেমাকে রিমেক করবে। নিশ্চই তারা আমাদের ভারতীয় সিনেমার মধ্যে কিছু ভালো লাগা খুঁজে পেয়েছেন!”

দক্ষিণ কোরিয়ায় অ্যান্থোলজি স্টুডিয়োর সহ-নির্মাতা তথা প্রাক্তন ওয়ার্নার ব্রাদার্স-এর আধিকারিক জে চোই জানান, ” এমন এক রহস্য, রোমাঞ্চে পরিপূর্ণ জনপ্রিয় ভারতীয় সিনেমাকে আমরা নতুন ভাবে কোরিয়ান ভাষায় রিমেক করতে পেরে উচ্ছসিত। আর সব থেকে ভালো লাগার বিষয় কোরিয়া এবং ভারতের মধ্যে এই ধরনের যৌথ উদ্যোগ এই প্রথমবার।”