প্রথম ভারতে সুপার কাপ আয়োজিত হচ্ছে। আইএসএলের ১১টি দল এবং আই লিগের ১০টি দলকে নিয়ে হতে চলেছে এই নতুন টুর্নামেন্ট। তবে মূল পর্বে খেলবে ১৬টি দল। আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। আগামী ৩ এপ্রিল থেকে আইলিগের দলগুলিকে নিয়ে শুরু হবে সুপার কাপের যোগ্যতা অর্জনের খেলা। আর গ্রুপ পর্যায়ের খেলা শুরু হবে আগামী ৮ এপ্রিল থেকে। মঙ্গলবারই সুপার কাপের সূচি প্রকাশ করেছে এআইএফএফ। গ্রুপ বিন্যাস দেখে বোঝা যাচ্ছে, অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে এটিকে মোহনবাগান। ৯ এপ্রিল সুপার কাপে অভিযান শুরু করছে আইএসএলে চুড়ান্ত ব্যর্থ ইস্টবেঙ্গল শিবির। এবার গ্রুপ বিন্যাস দেখে নেওয়া যাক,
গ্রুপ এ
বেঙ্গালুরু এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, কেরালা ব্লাস্টার্স, আইলিগ কোয়ালিফায়ার-১ জয়ী দল
গ্রুপ বি
হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গল এফসি, ওড়িশা এফসি, আইলিগ কোয়ালিফায়ার-৩ জয়ী দল
গ্রুপ সি
এটিকে মোহনবাগান, এফসি গোয়া, জামশেদপুর এফসি, আইলিগ কোয়ালিফায়ার-২ জয়ী দল
গ্রুপ ডি
মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়ান এফসি, আইলিগ কোয়ালিফায়ার-৪ জয়ী দল
সুপার কাপের সূচি অনুযায়ী গ্রুপ পর্যায়ে ৯ এপ্রিল ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে। এরপর ১৩ এপ্রিল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলবে লালহলুদ বাহিনী। এরপর কনস্ট্যানটাইনের ছেলেরা ১৭ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচ খেলবে কোয়ালিফাই করা দলের বিরুদ্ধে। অপরদিকে, কলকাতার অন্যতম প্রধান ক্লাব এটিকে মোহনবাগান সুপার কাপে খেলতে নামবে ১০ এপ্রিল, প্রতিপক্ষ আই লিগ থেকে কোয়ালিফাই করা দল। এরপর ১৪ এপ্রিল খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এবং গ্রুপের শেষ ম্যাচ এটিকে মোহনবাগান খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে আগামী ১৮ এপ্রিল।