রাজ্য

‘‌কলকাতা–সহ একাধিক জায়গায় পুর–নির্বাচন হবে’‌

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও দলবদল থেকে একে অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হাওয়া গরম হয়ে উঠেছে। তার মধ্যেই এবার পুরসভা নির্বাচন দ্রুত করা হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‌পুরসভা নির্বাচন করার জন্যে আমরা প্রস্তুত। করোনা অতিমারীর জন্য নির্বাচন করা যায়নি। আশা করছি কলকাতা, হাওড়া–সহ যেসব জায়গায় নির্বাচন রয়েছে সেগুলি ২০২১ সালেই করা হবে।’‌
হাওড়ায় পদ্মপুকুরে পরিশ্রুত পানীয় জলপ্রকল্পের সূচনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, ‘‌আমরা তো হাওড়ায় পুর নির্বাচন করতে চাইছি। কিন্তু অতিমারীর জন্য কিভাবে করব? নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত।’‌
উল্লেখ্য, গত ২০১৬ এবং ২০১৯ সালে হাওড়ায় তৃণমূলের ভোটের ফলাফল ভাল হয়েছিল। সুতরাং আমাদের কিসের ভয়? বলে প্রশ্ন তোলেন তিনি। ২০২১ সালে আশা করছি এইসব নির্বাচনগুলি করা যাবে।
এদিন হাওড়ায় কেএমডিএ কর্তৃক নির্মিত হাওড়া পুরসভার পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও ১৫টি পথশ্রী প্রকল্পের অন্তর্গত রাস্তার শিলান্যাস করেন তিনি। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার, কেএমডিএ–এর কার্যনির্বাহী আধিকারিক অন্তরা আচার্য প্রমুখ।