জেলা লিড নিউজ

Fire Incident: পুরিতে সপরিবারে কাউন্সিলার, ফাঁকা বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সবে শেষ হয়েছে দুর্গা পুজো। এখনো চারিদিকে ছুটির মেজাজ। সপরিবারে পুরীতে বেড়াতে গিয়েছেন হাবড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ সাহা। আর তার বাড়িতেই বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশ ও দমকল বিভাগের খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে বাড়ির তিনটে ঘর ও গ্যারেজে আগুন পুড়ে যায় সমস্ত জিনিস। অগ্নিকাণ্ডে একটি চারচাকা গাড়িও পুড়ে যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত সোমবার হাবড়া পৌরসভার কাউন্সিলার বিশ্বজিৎ সাহা ও তার পরিবার পুরীতে বেড়াতে যান। তাই বাড়ি ফাঁকা ছিল। কিন্তু কোনো কারণে এদিন গভীর রাতে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় বাড়ির ভেতরে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। গোটা বিষয় খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ।