ব্রেকিং নিউজ রাজ্য

অবশেষে গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

বুধবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার গঙ্গার নীচ দিয়েই ছুটবে এই মেট্রো। দেশের মধ্যে এই প্রথম কোনো মেট্রোপথ যা জলের নীচ দিয়ে তৈরি।

এদিন শুধু মেট্রোর এই সেকশনই নয়, কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায় ও তারাতলা – মাঝেররহাট সেকশনেরও উদ্বোধন করেন তিনি। এই ৩ সেকশনের উদ্বোধনের ফলে, কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরনার মতো জেলাগুলির হাজার হাজার মানুষ উকতৃত হবেন বলেই আশা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এদিন উদ্বোধনের পর মেট্রোর সফর করতেও দেখা য়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই সেকশন মানুষের দীর্ঘদিনের যানজটে আটকে থাকার ভোগান্তিও অনেকাংশেই কমিয়ে দেবে।