জেলা

প্রবল বৃষ্টিতে ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের

    1. জলের তলায় বাঁকুড়ার মেজিয়া ব্লকের সোনাইচন্ডিপুর গ্রামের প্রায় দশটি পরিবার । নষ্ট বিঘার পর বিঘা জমির ফসল।

কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলা জুড়ে চলছে টানা বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির কারণে বাড়িতে জল জমে গৃহবন্দি সোনাইচন্ডিপুরের দশটি পরিবার । বৃষ্টির কারণে মাঠে জল জমে নষ্ট প্রায় কয়েক শ একর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের বেশিরভাগই মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন সে ক্ষেত্রে ঋণের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে কৃষকদের ।

পশ্চিমবঙ্গ সরকারের প্রদেয় শস্য বীমা’র আওতায় তারা অন্তর্ভুক্ত হতে পারবেনা বলে জানান এক কৃষক -নারায়ন বিশ্বাস কেননা তাদের এই চাষের জমিগুলি পাট্টা আকারে তারা পেয়েছেন। কিন্তু তার উপযুক্ত কাগজপত্র এখনো তাদের হাতে পৌঁছায়নি।

  1. ক্ষতিগ্রস্ত এক চাষী সুফল বিশ্বাস বলেন – “আমাদের এই গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল। আমরা সারা বছর চাষ-বাস করেই সংসার চালাই। টানা বৃষ্টিতে আমাদের প্রায় কয়েক শ একর জমির ফসল নষ্টের মুখে। জমা জলে পচন ধরেছে গাছে।”

কদিনের টানা বৃষ্টিতে এলাকার চাষীদের প্রাণান্তকর অবস্থা । ব্যাপক বৃষ্টিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা আগামী দিনগুলোতে কিভাবে সংসার চালাবেন তা ভেবেই আতঙ্কিত তারা।

বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ, বাঁকুড়া