বিনোদন

প্রয়াত হলেন ফারাজ খান

নব্বই দশকের অভিনেতা ফারাজ খান মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন। বুধবার সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

অভিনেত্রী এবং নির্মাতা পূজা ভাট তার মৃত্যুর খবর টুইটারে প্রথম জানান। টুইটে তিনি লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, ফারাজ খান আমাদের ছেড়ে চলে গেছেন। আমি মনে করি তিনি ভালো জায়গাতেই গেছেন। তার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়েছেন ও শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তার পরিবারের জন্য প্রার্থনা করুন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়।’

গত এক বছর ধরে এই অভিনেতা কাশি ও বুকের সংক্রমণে ভুগছিলেন। মহামারী করোনায় যা আরো প্রকোপ আকার ধারণ করে। বেঙ্গালুরুর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে তার চিকিৎসার জন্য এই অভিনেতার ছোট ভাই টেলিভিশন অভিনেতা ফাহমান খান তহবিল সংগ্রহের কাজ শুরু করেন।

১৯৯৬ সালে ‘ফারেব’ সিনেমার মাধ্যমে ফারাজ খানের বলিউডে অভিষেক হয়েছিল। এরপর ‘পৃথিবী’, ‘লাভ স্টোরি’, ‘মেহেন্দি’, ‘দুলহান বানাও মেরি তেরি’ প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন।