জেলা ব্রেকিং নিউজ

কেন্দ্রের ভুয়ো অফিসার পুলিশের জালে

কেন্দ্রীয় সরকারের ভুয়ো অফিসার পরিচয় দিয়ে কেন্দ্র–রাজ্য সরকারের ভাতা পাওয়া যাবে বলে প্রলোভন দেখিয়ে এলাকার মানুষজনের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের ভিটিয়ার গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম নির্মল বর্মন। সে রায়গঞ্জ ব্লকের ভিটিহার, অনন্তপুর ক্ষীরাবাড়ি, দুব দুয়ার–সহ এলাকার কয়েকটি গ্রাম থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছে সাধারণ মানুষের কাছ থেকে। ধৃত প্রতারক ২ হাজার টাকা মোদী ভাতা এবং দিদি ভাতা ১০০০ টাকা দেওয়ার নাম করে ২০০ ও ১০০ টাকা করে নিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছে ফর্ম ফিলাপ করিয়েছে। এভাবে সংশ্লিষ্ট গ্রামের কয়েকশো মানুষের কাছে হাজার হাজার টাকা তুলে প্রতারণা করেছেন।

আজ বিশ্বকর্মা পুজোর দিন সে ভিটিহার এলাকায় একটি চায়ের দোকানে এলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। যদিও অভিযুক্ত ওই ব্যক্তি বলে, সে দু–আড়াই বছর আগে এসব কাজ করত। তারই পরিপ্রেক্ষিতেই গ্রামবাসীরা অভিযোগ করছে বলে দাবি ওই ব্যক্তির। স্থানীয় বাহিন গ্রামপঞ্চায়েতের প্রতিনিধি বিষয়টি সঠিক তদন্তের জন্য পুলিশের কাছে দাবি করেছেন৷ ধৃত নির্মল বর্মনকে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।